রাজ্যে ২৬ অ্যাসিঃ আর্কিটেক্ট, অফিসার

673
0
architecte-4

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ২৬ জন জয়েন্ট ডিরেক্টর অব টেক্সটাইলস, ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মাস এডুকেশন এক্সটেনশন/ চিফ সুপারিনটেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর: ১৬/২০১৮।

শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম: ১) জয়েন্ট ডিরেক্টর অব টেক্সটাইলস: শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। নিয়োগ করা হবে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইলস দপ্তরের অধীন হ্যান্ডলুম-স্পিনিং মিলস-সিল্ক উইভিং হ্যান্ডলুম বেসড হ্যান্ডিক্র্যাফ্ট ডিভিশনে। যোগ্যতা: ১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি বা হ্যান্ডলুম টেকনোলজিতে ডিপ্লোমা। ২) কোনো সরকারি দপ্তর বা হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রির কোনো নামী সংস্থায় ৬ বছরের কাজের অভিজ্ঞতা। ৩) বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বেতনক্রম: পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা, গ্রেড পে ৬৬০০ টাকা।

২) ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মাস এডুকেশন এক্সটেনশন/ চিফ সুপারিনটেন্ডেন্ট: শূন্যপদ ১৬ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ২, ওবিসি বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)। নিয়োগ করা হবে মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেসের অধীন স্টেট ওয়েলফেয়ার হোম বাণীপুরে। যোগ্যতা: ১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা মাস্টার ডিগ্রি বা সমতুল। ২) সোশ্যাল এডুকেশন এবং/ অথবা কোনো নামী সংস্থায় ওয়েলফেয়ারের কাজে তিন বছরের অভিজ্ঞতা। ৩) গ্রামীণ এলাকায় ঘুরে কাজ করার দক্ষতা। ৪) বাংলা লিখতে ও বলতে জানতে হবে। বাঞ্ছনীয়: ১) টিচিং/ এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশনে ডিগ্রি বা সমতুল। ২) এস্থেটিক অ্যাপ্টিটিউড (মিউজিক, আর্ট অ্যান্ড ক্র্যাফ্ট, ড্রামা)। ৩) অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা। বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বেতনক্রম: পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা।

৩) অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)। নিয়োগ করা হবে পাবলিক ওয়ার্কস দপ্তরের ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসে। যোগ্যতা: ১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে ডিগ্রি বা সমতুল। ২) আর্কিটেক্ট অ্যাক্টের নিয়ম অনুযায়ী কাউন্সিল অব আর্কিটেকচারে নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা, গ্রেড পে ৫,৪০০ টাকা।

আবেদনের ফি: ২১০ টাকা, সঙ্গে ব্যাঙ্ক চার্জ। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.pscwbappliaction.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৭ জুলাই ২০১৮ তারিখ পর্যন্ত।