রাজ্যে ৩৯ ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার

863
0
WB Jobs, Jobs is West Bengla, WB Health Recruitment

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৩৯টি ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর: R/PRSO/58(1)/2018.

শূন্যপদ: মোট ৩৯টি শূন্যপদের মধ্যে ১৫টি অসংরক্ষিত, ১১টি এসসি, ৪টি এসটি, ৬টি ওবিসি, ১টি ওবিসিবি, ২টি পিডব্লুডি (শারীরিক প্রতিবন্ধী)-র জন্য।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ফিজিক্স বা ইলেক্ট্রনিক্স বা বায়োফিজিক্সে মাস্টার ডিগ্রি লাগবে। সঙ্গে রেডিওলজিকাল বা মেডিকেল ফিজিক্সে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা এবং ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার বা অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড থেকে রেডিয়েশন সেফটি অফিসার সার্টিফিকেট। 

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে।

বেতনক্রম: মূল বেতন৪০,৫০০ টাকা (পে ব্যান্ড ৪ অনুযায়ী, সঙ্গে গ্রেড পে ৫,৪০০টাকা + অন্য ভাতা)

আবেদন পদ্ধতি: ৫ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শুধুমাত্র জেনারেল প্রার্থীদের ২১০ টাকা আবেদন ফি দিতে হবে, অনলাইনে।

বিস্তারিত বিজ্ঞপ্তি সহ অনলাইনে আবেদন করার ওয়েবলিংক: http://www.wbhrb.in/

 

 

WB Jobs, Jobs is West Bengla, WB Health Recruitment