রাজ্যে ৪৯৭৬ স্টাফ নার্স নিয়োগ

1204
0

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪৯৭৬ জন স্টাফ নার্স গ্রেড টু নিয়োগ করা হবে স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভে, অর্থাৎ সংরক্ষিত শূন্যপদে। কেবলমাত্র তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ, ওবিসি বি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। Abridged Advt No. R/SN (Spl. Drive)/51(1)/1/2018.

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৪৯৭৬ (তপশিলি জাতি ২২০০, তপশিলি উপজাতি ৬১৯, ওবিসি এ ১৩১৮, ওবিসি বি ৩৮৩, শারীরিক প্রতিবন্ধী ৪৫৬)।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ জুলাই থেকে ৩০ জুলাই ২০১৮ রাত ৮টা পর্যন্ত। যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয় সম্পর্কে ২১ জুলাই থেকে ওয়েবসাইটে জানা যাবে, আমরাও জানাব।