রাজ্যে ৬ জিও-ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

865
0
PSC, WBPSC, PSC Recruitment,

রাজ্য পিএসসির মাধ্যমে জলসম্পদ উন্নয়ন দপ্তরে জিও-ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 38/2019.

শূন্যপদ: ৬ (এসসি ১, এসটি ১, ওবিসি-এ ১ টি  পদ সংরক্ষিত)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিওফিজিক্স নিয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমতুল প্রয়োজন।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম: পে ব্যান্ড ৩ অনুযায়ী মূল বেতন ৭১০০-৩৭৬০০ + গ্রেড পে ৪১০০ টাকা।

আবেদন: অনলাইনে আবেদন চলছে, চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

আবেদন ফি: ১৬০ টাকা। এর সঙ্গে জিএসটি ও সার্ভিস চার্জ যুক্ত হবে। এসসি, এসটি  ও পিডব্লুডি প্রাথীদের আবেদন ফি লাগবে না। অনলাইনে ও অফলাইনে ইউবিআইয়ে ব্যাংক চালানের মাধ্যমে আবেদন ফি  জমা দেওয়া যাবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জানুয়ারি, অফলাইনে ২৮ জানুয়ারি।

অনলাইনে আবেদন লিঙ্ক:  http://www.pscwbapplication.in

 

 

PSC, WBPSC, PSC Recruitment