রাজ্যে ৮৯১ মেডিকেল টিউটর নিয়োগ

1708
0
Purba Bardhaman Recruitment 2024

পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Health Recruitment Board) মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সেন্টারের জন্য ৮৯১ টি মেডিকেল টিউটর বা ডেমোন্সট্রেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – R/T/D(MES)/06(1)/2020

শূন্যপদ – মোট ৪৭ টি বিষয়ের উপর ৮৯১  টি টিউটর পদে নিয়োগ  করা  হবে।

যোগ্যতা – এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। স্পেশালাইজড গ্রুপে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বয়সসীমা – ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

আবেদন – প্রার্থীদের আগামী ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১০ নভেম্বর, ২০২০ পর্যন্ত। অনলাইনে আবেদন পূরণ করার সময় আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি ২১০ টাকা।

বিজ্ঞপ্তির লিঙ্ক – http://www.wbhrb.in/

 

WB Medical Job, WB Medical Service