রাজ্য অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল

652
0
Folafal Final New

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৭ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এগজামিনেশনের মাধ্যমে (Advt. No.6/2017) রাজ্য অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চে নিয়োগের জন্য যাঁদের নাম সুপারিশ করে পাঠানো হয়েছে তাঁদের তালিকা পিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটেগরির শেষ সফল প্রার্থীর প্রাপ্ত নম্বরও। কমিশন আলাদা করে কাউকে কোনো চিঠি পাঠাবে না। মোট ১৪৬ জনের এই তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2730011