রাজ্য আবগারিতে কনস্টেবল ও লেডি কনস্টেবল

1505
0
Exsise Police Constable

গত ৩ জানুয়ারি জীবিকা দিশারীতে জানানো হয়েছিল, নতুন আবগারি থানা হওয়ার জন্য আবগারি বিভাগে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে (https://jibikadishari.co.in/?p=9284)।

সেই মতো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আবগারি দপ্তরে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ করা হতে চলেছে। এই বিষয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে একটি আংশিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী সাব-অর্ডিনেট আবগারি সার্ভিসের জন্য কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তবে শূন্যপদ এখনও জানানো হয়নি। যা-যা জানা গেছে তা হল:

শিক্ষাগত যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সমতুল বোর্ড থেকে অন্তত মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। রাজ্যের সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদনপদ্ধতি: আগামী ১১ মার্চ থেকে অনালাইনে এবং অফলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।

শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি, আবেদন গ্রহণ পদ্ধতি সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া হবে আগামী দুদিনের মধ্যে। জীবিকা দিশারীতেও বিশদে জানিয়ে দেওয়া হবে।

বর্তমান সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Final%20Creative%20-%20090319.pdf