রাজ্য আবগারি দপ্তরে সাব-ইনস্পেক্টর নিয়োগের ইন্টারভিউ, কললেটার

1321
0
civil service interview

পশ্চিমবঙ্গ সরকারের আবগারি (এক্সাইজ) দপ্তরে সাব-ইনস্পেক্টর/লেডি সাব-ইনস্পেক্টর নিয়োগের পার্সোন্যালিটি টেস্ট শুরু হবে আগামী ৬ জানুয়ারি, এই ঠিকানায়: Office of the West Bengal Police Recruitment Board, Araksha Bhawan (5th floor), Block-DJ, Sector-II, Saltlake City, Kolkata-700091. সেজন্য ই-কললেটার ডাউনলোড করে নিতে হবে, করা যাবে আগামী ২৩ ডিসেম্বর থেকে, রাজ্য পুলিশ ও আবগারি দপ্তরের ওয়েবসাইটে (www.wbpolice.gov.in ও www.excise.wb.gov.in)। কার কবে ইন্টারভিউ তা প্রার্থীদের এসএমএস করেও জানানো হবে। রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের ২০ ডিসেম্বরের এই বিজ্ঞপ্তি (No. WBPRB/NOTICE-2019/17 [SI (Exc)-18]) দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/NoticeSLPersonalityTest.pdf