রাজ্য ইএসআইয়ে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

595
0
Folafal Final New

রাজ্য শ্রম দপ্তরের ডিরেক্টরেট অব ইএসআই (এমবি) স্কিমে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) গ্রেড-থ্রি পদে নিয়োগের জন্য পিএসসির বিজ্ঞপ্তি নং ৮(৩)/২০১৮ অনুযায়ী যে পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। কমিশনের পক্ষ থেকে কাউকে আলাদা করে কোনো ইন্টিমেশন লেটার দেওয়া হবে না। নির্বাচিত মোট ৬৩ জনের নতালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.pscwbonline.gov.in/docs/2730409