Site icon জীবিকা দিশারী

রাজ্য জুডিশিয়াল সার্ভিস (ফাইনাল) পরীক্ষার তারিখ, ই-অ্যাডমিট কার্ড

Bankura Court Picture

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (ফাইনাল) এগজামিনেশন অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ২০ জুন (১৪, ১৫, ১৬ জুন বাদে)।

বিস্তারিত সূচি দেখা যাবে ওয়েবসাইটে (http://www.pscwbapplication.in বা https://www.pscwbonline.gov.in/)

ওই পরীক্ষার জন্য সফল হওয়া প্রার্থীরা ই-অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য পাবেন https://www.pscwbonline.gov.in/ ওয়েবসাইটে, ২০ মে থেকে।

কাউকে আলাদা করে পাঠানো হবে না, অফিস থেকে ডুপ্লিকেটও পাওয়া যাবে না।

এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিংকে: http://pscwbapplication.in/pdf19/2706679_2019.pdf 

Exit mobile version