রাজ্য পিএসসির সেপ্টেম্বর থেকে সম্ভাব্য নিয়োগ ক্যালেন্ডার স্থগিত

1223
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আগামী ৩ সেপ্টেম্বর থেকে যেসব নিয়োগ সংক্রান্ত কর্মসূচির সম্ভাব্য তারিখের ক্যালেন্ডার ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেগুলি বর্তমান করোনা পরিস্থিতির কারণে আপাতত সরিয়ে রাখা হল। পরে নতুন করে তারিখ ঠিক হলে তা যথাশীঘ্র জানিয়ে দেওয়া হবে। কমিশনের এক বিজ্ঞপ্তিতে (File No.PSCWB-17099/1/2020-SECTT(PSCWB)-WBPSC) একথা জানানো হল। বিজ্ঞপ্তিটি দেখা যাবে কমশনের এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=An_20200813170851_Notice.pdf&param2=advertisement

 

 

লাইভ টিভি দেখুন :  https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল