রাজ্য পুলিশের কনস্টেবল, এসআই ও আবগারির এসআই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষিত

1613
3

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল/লেডি কনস্টেবল, সাবইনস্পেক্টর/লেডি সাবইনস্পেক্টর, আবগারি (এক্সাইজ) দপ্তরের সাবইনস্পেক্টর/ লেডি সাবইনস্পেক্টর নিয়োগের

প্রিলিমিনারি লিখিত পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। আপাতত ঠিক হয়েছে:

১. লেডি কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী ২৪ জুন।

২. পশ্চিমবঙ্গ পুলিশের সাবইনস্পেক্টর ও লেডি সাবইনস্পেক্টর নিয়োগের লিখিত পরীক্ষা হবে ২৯ জুলাই।

৩. আবগারি দপ্তরের সাবইনস্পেক্টর (লেডি সাবইনস্পেক্টর সহ) নিয়োগের লিখিত পরীক্ষা হবে ২৬ আগস্ট।

৪. কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা হবে ২৩ সেপ্টেম্বর।