রাজ্য পুলিশে আবগারি কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফল

2474
0
SSC Constable Notification

রাজ্যের অর্থ দপ্তরের অধীন সাবর্ডিনেট এক্সসাইজ সাভির্সে আবগারি কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে http://wbpolice.gov.in/WBP/Common/WBP_View_Result.aspx?RecId=20190007&NotId=258 লিঙ্কে গিয়ে রেজাল্ট দেখা যাবে৷ লেখা পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে, সময়মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে৷ অন্যান্য তথ্য সহ নোটিসটি দেখা যাবে www.excise.wb.gov.inwww.wbpolice.gov.in ওয়েবসাইটে৷