রাজ্য পুলিশে কনস্টেবল ও সংশোধনাগারে ওয়ার্ডার নিয়োগে ইন্টারভিউ, কললেটার

1904
0
WB Police Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল (পুরুষ) ও সংশোধনাগার বিভাগে ওয়ার্ডার/ মহিলা ওয়ার্ডার নিয়োগের (২০১৯) ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হয়েছে৷ আলাদা-আলাদা ১০টি রেঞ্জের রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত এই ইন্টারভিউ শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। ইন্টারভিউয়ের জন্য কললেটার ডাউনলোডের লিঙ্ক: কনস্টেবল (পুরুষ) পদের জন্য http://conswbprb.applythrunet.co.in/GetAdmitINTV.aspx এবং ওয়ার্ডার/ মহিলা ওয়ার্ডার পদে জন্য http://wbprbwarder.applythrunet.co.in/GetAdmitINTV.aspx. http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice.pdf লিঙ্কে রেঞ্জওয়াড়ি ইন্টারভিউয়ের স্থান-কাল সহ বিশদ বিজ্ঞপ্তি (No. WBPRB/NOTICE-12/2020 [CONS.-19 & JW-19]) দেখা যাবে৷ রাজ্য পুলিশের লিঙ্কে (wbprb.applythrunet.co.in) গিয়ে নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নং ও জন্মতারিখ দিয়ে নিজের ইন্টারভিউয়ের স্থান-কাল জানতে পারবেন। কললেটার ডাউনলোড করা যাবে ইন্টারভিউয়ের ১০ দিন আগে থেকে।

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল