রাজ্য পুলিশে কনস্টেবল ও সংশোধনাগারে ওয়ার্ডার নিয়োগের ইন্টারভিউ স্থগিত

1399
0
WB Police, WB Police Constable, WB Police Constable Exam,

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল (পুরুষ) ও সংশোধনাগার বিভাগে ওয়ার্ডার/ মহিলা ওয়ার্ডার নিয়োগের (২০১৯) ইন্টারভিউ স্থগিত করা হল (No. WBPRB/NOTICE-12/2020 CONS-19 & JW 19)৷ আলাদা-আলাদা ১০টি রেঞ্জের রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত এই ইন্টারভিউ আগামী ২০ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল (https://jibikadishari.co.in/?p=15943)৷ রাজ্য জুড়ে বিভিন্ন কনটেনমেন্ট জোনগুলিতে চলা লকডাউনের জন্য আপাতত ইন্টারভিউ স্থগিত করা হয়েছে বলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে৷ ইন্টারভিউয়ের পরবর্তী তারিখ সময়মতো জানিয়ে দেওয়া হবে৷ নিনচের লিঙ্কে গিয়ে নোটিস দেখতে পারবেন:

http://wbpolice.gov.in/writereaddata/wbp/Notice_PostponeConstable.pdf

http://wbpolice.gov.in/writereaddata/wbp/Notice_PostponeWarder.pdf

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল