রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষার ফল বেরোল

1256
0
WB Police, WB Police Constable, WB Police Constable Exam,

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি (No. WBPRB/NOTICE – 11/2020 (CONS. – 19)) অনুযায়ী মূল পর্বের লিখিত পরীক্ষা (ফাইনাল রিটেন এগজামিনেশন)-এর ফল বেরিয়েছে। সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের স্থান-কাল জানানো হবে কোভিড-১৯ জনিত লকডাউন পুরোপুরি উঠে গেলে পরবর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী।

মূল পর্বের লিখিত পরীক্ষার ফল দেখা যাবে নিজের স্থায়ী জেলা, অ্যাপ্লিকেশন সিরিয়াল নং ও জন্মতারিখ দিয়ে সাবমিট করে।

এই লিঙ্কে: http://wbpolice.gov.in/WBP/Common/WBP_View_Result.aspx?RecId=20190004&NotId=261

ফলপ্রকাশের ঘোষণার এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/ResultNoticeConstable2019.pdf