রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের শারীরিক ক্ষমতার অ্যাডমিট কার্ড

888
0
Folafal Final Pic

রাজ্য পুলিশের পুরুষ কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের শারীরিক সক্ষমতা, মাপজোক ও প্রমাণপত্রাদি পরীক্ষার সূচি ইতিমধ্যে ঘোষিত হয়েছে, আমরাও জানিয়ে দিয়েছি (https://jibikadishari.co.in/?p=9823)।

সেইমতো প্রেসিডেন্সি, জলপাইগুড়ি ও মেদিনীপুর রেঞ্জের (Alipurduar, Bankura, Cooch Behar, Dakshin Dinajpur, Darjeeling, Howrah, Jalpaiguri, Jhargram, Kalimpong, Kolkata, Malda, North 24 Pgs., Other State, Paschim Medinipur, Purba Medinipur, Purulia, South 24 Pgs., Uttar Dinajpur জেলার) সফল প্রার্থীদের ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে, এই লিঙ্কে ক্লিক করে: https://wbprb.applythrunet.co.in/

বা সরাসরি এই লিঙ্ক থেকে: http://conswbprb.applythrunet.co.in/GetAdmitPMTPET.aspx