রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ৬ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে

1116
0
WB Police Constable Exam

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ২০১৯-এ কনস্টেবল (পুরুষ) নিয়োগের ফিজিক্যাল মেজারমেন্ট ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের কর্মসূচি ঘোষিত হয়েছে। প্রশাসনিক কিছু সুবিধা-অসুবিধার কারণে ওই দুই টেস্ট হবে এলাকাভিত্তিক ৮টির বদলে ৬টি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। সেইমতো ২২ নভেম্বরের WBPRB/NOTICE-2019/14(CONS.-19)) নং বিজ্ঞপ্তিতে বিশদ কর্মসূচি জানানো হয়েছে, এই লিঙ্কে: http://www.wbpolice.gov.in/writereaddata/wbp/EnglishNoticeConst19PMT.pdf

মুর্শিদাবাদ, মেদিনীপুর, জলপাইগুড়ি ও বর্ধমান রিক্রুটমেন্ট রেঞ্জ বোর্ডের ওই টেস্ট হবে আগামী ৩ ডিসেম্বর থেকে এবং এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২২ নভেম্বর থেকেই। প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান ও টু-র টেস্ট হবে ২৬ ডিসেম্বর থেকে, সেজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ১৪ ডিসেম্বর থেকে। অনলাইনে যাঁরা আবেদন করেছেন তাঁদের সবাইকেই ডাউনলোড করতে হবে, কাউকে কোনো কাগুজে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। প্রার্থীদের এসএমএস করেও একথা জানানো হবে।