রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কম্পিউটার টেস্টের তারিখ

876
0
Folafal Final Pic

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশন হেড কোয়ার্টারে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের কম্পিউটার টেস্ট হবে আগামী ১২ থেকে ২০ নভেম্বর, বিভিন্ন ব্যাচে ভাগ করে। এই ঠিকানায়: West Bengal Police Telecommunication HQ, 3, Manik Bandyopadhyay Sarani, Tollygunge, Kolkata-700040.

২৯ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা ও কার কবে কখন কম্পিউটার টেস্ট হবে তাও জানা যাবে, এই লিঙ্কে: http://policewb.gov.in/wbp/recruit/tchq_20112018.pdf

ওইদিন সঙ্গে নিয়ে যেতে হবে ২ কপি পাসপোর্ট মাপের এখনকার রঙিন ফটো, জন্মতারিখের প্রমাণ, আধার/প্যান/এপিক কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার অ্যাপ্লিকেশন ট্রেনিংয়ের সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।