রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর/লেডি এসআই পরবর্তী পরীক্ষার অ্যাডমিট কার্ড

691
0
WB SI

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর/ লেডি সাব-ইনস্পেক্টর নিয়োগের ২০১৮-র চূড়ান্ত লিখিত পরীক্ষা (ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ রিটেন এগজামিনেশন)-এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। ৮ অঙ্কের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে সাবমিট করে ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে: https://wbprbsi.applythrunet.co.in/GetAdmitFinal.aspx

বিজ্ঞপ্তি সহ অন্যান্য প্রাসঙ্গিক লিঙ্ক দেখা যাবে এই লিঙ্কে: http://wbprb.applythrunet.co.in/

পরীক্ষা হবে ৩ ফেব্রুয়ারি (https://jibikadishari.co.in/?p=9394)।

আগের প্রিলিমিনারি পরীক্ষার ফল দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbpolice.gov.in/wbp/common/WBP_Recruitment.aspx