রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষার ফল বেরোল

801
0
Folafal Final New

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সাব-ইনপ্সপেক্টর/লেডি সাব-ইনপ্সপেক্টর নিয়োগের পরীক্ষা (Final Combined Competitive Examination)-এর ফল বেরিয়েছে। নিজের জেলা ও অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর নির্দেশ করে, জন্মতারিখ দিয়ে সবমিট করলে ফল দেখা যাবে রাজ্য পুলিশের ওয়েবসাইটে (http://wbpolice.gov.in) দেওয়া বিশেষ লিঙ্কে। সফল প্রার্থীদের পার্সোন্যালিটি টেস্ট শুরু হবে আগামী ২২ জুলাই থেকে, রাজ্য পুলিশের নিয়োগ পর্ষদের ঠিকানায় (West Bengal Police Recruitment Board, Araksha Bhawan (5thfloor), Block-DJ, Sector-II, Salt Lake City, Kolkata-700091)। পার্সোন্যালিটি টেস্টের জন্য ই-কললেটার পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে ১১ জুলাই থেকে। কার কবে কখন টেস্ট তা এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। ডাউনলোড করা ই-কললেটারের প্রিন্ট-আউট, আবেদনের সঙ্গে দেওয়া ফটো ও কোনো সচিত্র পরিচয়পত্র নিয়ে পার্সোন্যালিটি টেস্ট দিতে যেতে হবে নির্দিষ্ট তারিখে, আলাদা করে কিছু পাঠানো হবে না। পর্ষদের ৬ জুলাইয়ের এই বিজ্ঞপ্তি (No. WBPRB/NOTICE-2019/2(SI_LSI-18)) দেখা যাবে এই লিঙ্কে:  http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice.pdf

ফলাফল দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/WBP/Common/WBP_Result.aspx?RecId=2018/0006&NotId=155