রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর নিয়োগ প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড

588
0
WB Police, WB Police Constable, WB Police Constable Exam,

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর (ইউবি)/সাব-ইনিস্পেক্টর (এবি) নিয়োগের প্রাথমিক লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়েছে। নিজের অ্যাপ্লিকেশন নাম্বার ও জন্মতারিখ দিয়ে সাবমিট করে ডাউনলোড করার লিঙ্ক: https://wbprbsi.applythrunet.co.in/GetAdmitWT.aspx

ওই প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৫ ডিসেম্বর বেলা ১২টা ঠেকে দেড়টায়। এবিষয়ে বিস্তারিত জানা যাবে এই লিঙ্কে: http://www.wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice.pdf

পরীক্ষার ওএমআর শিট ও অ্যাটেন্ডেন্স শিটের নমুনা এবং প্রাসঙ্গিক নির্দেশাবলির লিঙ্ক এই ওয়েবপেজে:

http://www.wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice.aspx?Id=2019/0017