রাজ্য পুলিশে ২০ ডেটা এন্ট্রি অপারেটর

842
0
ICMR NIOH Recruitment 2024

পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকম বিভাগে ২০ জন ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে চুক্তির ভিত্তিতে।

যে-কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করার সার্টিফিকেট ও ১-১-২০১৮ তারিখে ২১-৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন।

পারিশ্রমিক মাসে ১১০০০ টাকা।

দরখাস্ত নেওয়া এখনও শুরু হয়নি, বিস্তারিত বিজ্ঞপ্তিও এখনও বেরোয়নি।

বিজ্ঞপ্তি প্রকাশের জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে (Memo No. 2890/P, Date 24/08/2018)।

চোখ রাখতে পারেন রাজ্য পুলিশের ওয়েবসাইটে (https://policewb.gov.in), আমাদের পোর্টালেও যথাসময়ে বিস্তারিত জানানো হবে।