পশ্চিম বঙ্গ ফায়ার সার্ভিসে ফায়ার অপারেটর নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে আগামী ১৫ সেপ্টেম্বর। পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। ৮০ নম্বরের পরীক্ষা, প্রতি প্রশ্নে ১ নম্বর। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে, প্রতি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর অর্থাৎ ৩টি ভুলের জন্য ১ নম্বর। পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। ৪ সেপ্টেম্বর থেকে ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে: http://www.pscwbapplication.in
পরীক্ষার স্কিম ও সিলেবাস জানা যাবে এই লিঙ্কে: http://www.pscwbonline.gov.in ও http://www.pscwbapplication.in