রাজ্য ফায়ার সার্ভিসে ১৪৫২ ফায়ার অপারেটরের অনলাইন আবেদন শুরু

schedule
2018-06-12 | 13:50h
update
2018-06-13 | 06:05h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট-এ ১৪৫২টি পদে ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 15/2018.

শূন্যপদ: ১৪৫২টি (অসংরক্ষিত ৭০৭, এসসি ৩০৯, এসটি ৯৩, ওবিসি-এ ১৫৭, ওবিসি-বি ৭৪, এক্স-সার্ভিসম্যান ৮০, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ৩২, তাঁদের জন্য প্রযোজ্য নিয়মাবলি জানা যাবে নিচের ওয়েবসাইটে)।

শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ। এছাড়াও নিচের মতো শারীরিক যোগ্যতা লাগবে।

শারীরিক যোগ্যতা: উচ্চতা গোর্খা, গাড়োয়াল, রাজবংশী ইত্যাদি পার্বত্য অঞ্চলের বাসিন্দা ছাড়া অন্যান্য প্রার্থীদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি (১৬৭.৬ সেমি)। গোর্খা, গাড়োয়াল, রাজবংশী ইত্যাদি পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের জন্য ৫ ফুট ৩ ইঞ্চি (১৬০ সেমি)।

বুকের ছাতি  গোর্খা, গাড়োয়াল, রাজবংশী  ইত্যাদি পার্বত্য অঞ্চলের বাসিন্দা ছাড়া অন্যান্য প্রার্থীদের জন্য না ফুলিয়ে ৮১.৩ সেমি, ফুলিয়ে ৮৬.৩ সেমি। গোর্খা, গাড়োয়াল, রাজবংশী  ইত্যাদি পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের জন্যও না ফুলিয়ে ৮১.৩ সেমি, ফুলিয়ে ৮৬.৩ সেমি।

Advertisement

কিছু শারীরিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  যেমন:

১) ৫ মিনিটে ১০০০ মিটার দৌড়।

২) ২০ সেকেন্ডে ল্যাডার ক্লাইম্বিং

৩) ৬৩.৫ কেজি বালির বস্তা ওঠানো  ও ৫০ মিটার পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া

৪) ১ মিনিটে ৩ তলা সিঁড়ি বেয়ে ওঠা

৫) ১ হাত ব্যবহার করে ৬০ সেকেন্ডে রুফ ক্লাইম্বিং

৬) ১.২২ মিটার হাই জাম্প

এছাড়াও এই কটি যোগ্যতা থাকা বাঞ্ছনীয় অর্থাৎ থাকলে সুবিধা:

১) সরকারি বা প্রাইভেট সেক্টরে ফায়ার ফাইটিংয়ে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা (বরাদ্দ ৫ নম্বর )

২) সিভিল / ইলেক্ট্রিক্যাল / মেকানিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ আইটিআই সার্টিফিকেট (বরাদ্দ ৩ নম্বর )

৩) সরকার স্বীকৃত ক্লাব বা প্রতিষ্ঠান থেকে সুইমিং সার্টিফিকেট (বরাদ্দ ২ নম্বর)।

বাংলা পড়তে-লিখতে-বলতে জানতে হবে, নেপালিভাষীদের ক্ষেত্রে এই শর্ত নেই।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছর। এরাজ্যের সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম: মূল বেতন ৫,৪০০-২৫,২০০ টাকা + গ্রেড পে ২,৬০০ টাকা।

প্রার্থী বাছাই পধতি: লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, পার্সোন্যালিটি টেস্ট হবে, একটায় সফল হলে অন্যটায় অংশগ্রহণের সুযোগ। লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০১৮।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে, ১৩ জুন থেকে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৩ জুলাই, ২০১৮। অনলাইনে (ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড) আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখও ৩ জুলাই, ২০১৮। অফলাইনে ব্যাঙ্ক কাউন্টারে নগদে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৪ জুলাই, ২০১৮।

আবেদন ফি: ১১০ টাকা। এর সঙ্গে ব্যাঙ্কিং চার্জ যুক্ত হবে। রাজ্যের তপশিলি জাতি/উপজাতির প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

অনলাইনে আবেদনের লিঙ্ক- http://www.pscwbonline.gov.in

পরীক্ষাকেন্দ্রের কোড:

01-Kolkata (North), 02-Kolkata (South), 03-Baruipur, 04-Diamond Harbour, 05-Barrackpore, 06-Barasat, 07-Krishnanagar, 08-Howrah, 09-Chinsurah, 10-Burdwan, 11-Asansol, 12-Purulia, 13-Mediniur, 14-Tamluk, 15-Jhargram, 16-Bankura, 17-Suri, 18-Berhampore, 19-Malda, 20-Balurghat, 21-Raiganj, 22-Jalpaiguri, 23-Alipurduwar, 24-Cooch Behar, 25-Siliguri, 26-Kalimpong and 27-Darjeeling

পিএসসির হেল্পলাইন

(033) 2262-4181 [Related to Offline Payment]
(033) 4003-5104 [Related to Online Payment]
For Technical Support (Help Desk)
9836219994
9836289994
9123971747
Email-id : pscwbhelp@gmail.com

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 21:01:38
Privacy-Data & cookie usage: