রাজ্য ফুড সাব-ইনস্পেক্টর নিয়োগ লিখিত পরীক্ষার ফল বেরোল

1229
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরে সাব-ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য (ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ, গ্রেড-থ্রি-তে) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নং ২৬/২০১৮ অনুযায়ী লিখিত পরীক্ষার ভিত্তিতে যাঁরা উত্তির্ণ হয়ে পার্সোন্যালিটি টেস্টের জন্য নির্বাচিত হয়েছেন তাঁদের রোলনম্বরের তালিকা প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে বিভিন্ন ক্যাটেগরির সফল শেষ প্রার্থীর পাওয়া নম্বরও। এই সবই দেখা যাবে কমিশনের ১৭ আগস্ট প্রকাশিত এই লিঙ্কে:

https://wbpsc.gov.in/Download?param1=20200817122548_SIFOOD2018.pdf&param2=advertisement

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল