রাজ্য বিদ্যালয় পরিদর্শক নিয়োগের ইন্টারভিউ

970
0

পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তর (ডব্লুবিইএস)-এর অধীনে স্কুলগুলির ডিআই/এডিআই নিয়োগের ইন্টারভিউ হবে আগামী ৮-১০ ও ১৩-১৫ জানুয়ারি, বিভিন্ন ব্যাচে ভাগ করে। এজন্য ই-কললেটার ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা যাবে আগামী ১ জানুয়ারি থেকে। কার কবে ইন্টারভিউ এবং পিএসটিতে বিভিন্ন ক্যাটেগরিতে নির্বাচিত শেষ প্রার্থীর পাওয়া নম্বর কত তা জানা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2729235