রাজ্য শ্রম দপ্তরে ৫ অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট (নন-মেডিকেল)

810
0
WBPSC Clerkship Recruitment 2023

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শ্রম দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট (নন-মেডিকেল) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 33/2019.

শূন্যপদ: ৫ টি (৩টি এসসি, ১টি এসটি, ১টি পিডব্লুডি)।

যোগ্যতা: যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক যোগ্যতা। সঙ্গে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে হসপিটাল ম্যানেজমেন্ট/অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। নামী মেডিকেল কেয়ার ইউনিটে ২ বছরের ম্যানেজেরিয়াল/অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বাঞ্ছনীয়।

বয়স: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৩৬।  সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম: পে ব্যান্ড ৪ অনুযায়ী ৯০০০-৪০৫০০ + গ্রেড পে ৪,৪০০ টাকা।

আবেদন: অনলাইনে আবেদন করতে হবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে। অনলাইন আবেদন ফি জমাও দিতে হবে ৩০ তারিখের মধ্যে, অফলাইনে দিতে চাইলে ইউবিআই ব্র্যাঞ্চের মাধ্যমে জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর।

আবেদন ফি: আবেদন ফি ১৬০ টাকা। অনলাইন পেইমেন্ট-এর কনভেনিয়েন্স ফি বা অফলাইন পেইমেন্ট-এ সার্ভিস চার্জও যুক্ত হবে। এসসি/এসটি, পিডব্লিউডি প্রাথীদের আবেদন ফি লাগবে না।

আবেদনের লিঙ্ক: http://www.pscwbapplication.in

 

 

 

PSC, PSC Exam