রাজ্য সংশোধনাগার ওয়ার্ডার/ফিমেল ওয়ার্ডার: শারীরিক পরীক্ষার অ্যাডমিট কার্ড

770
0

পশ্চিমবঙ্গ রাজ্য সংশোধনাগার বিভাগে ওয়ার্ডার/ফিমেল ওয়ার্ডার নিয়োগের ২০১৯-এর বিজ্ঞপ্তি অনুযায়ী যে লিখিত পরীক্ষা হয়েছিল তার সফল প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও মাপজোকের পরীক্ষার জন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে নিজের ৮ সংখ্যার অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে, এই লিঙ্ক থেকে: http://wbprb.applythrunet.co.in/  বা সরাসরি এই লিঙ্ক থেকে: http://wbprbwarder.applythrunet.co.in/GetAdmitPMTPET.aspx