Site icon জীবিকা দিশারী

রাজ্য সরকারের পাটশিল্পে কাজের ট্রেনিং


রাজ্য সরকারের উদ্যোগে শুরু হতে চলেছে পাটশিল্পে কাজ করার জন্য ট্রেনিং। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই ট্রেনিংয়ের ব্যবস্থার কথা ভাবা হয়েছে এবং প্রাথমিকভাবে বাঁকুড়া, হাওড়া ও দমদম থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: অন্তত ১৮ বছর হতে হবে।

প্রশিক্ষণ : প্রশিক্ষণ নেওয়ার জন্য নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেতে হবে। ৩ মাসের ট্রেনিং দেওয়া হবে। এর মধ্যে ১ মাসের প্রথাগত ট্রেনিং, বাকি ২ মাস সরাসরি পাটকলে নিয়ে গিয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। এই ট্রেনিং চলাকালীন শিক্ষার্থীদের ভাতা দেওয়ার ব্যবস্থা থাকছে। ট্রেনিংয়ের শেষে পাটকলগুলিতে স্থায়ীভিত্তিক চাকরির সুযোগ করে দেওয়ার জন্য সাহায্য করবে রাজ্য সরকার।

Exit mobile version