রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগের আবেদনের শেষ তারিখ বাড়ল

1013
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নং ১৩/২০২০ অনুযায়ী রাজ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগের পরীক্ষার জন্য আবেদনের তারিখ বাড়ানো হল। আবেদন করা যাবে ও ফি দেওয়া যাবে অনলাইনে আগামী ৩১ আগস্ট পর্যন্ত, অফলাইনে ফি দেওয়া যাবে ১ সেপ্টেম্বরের মধ্যে। আগে আবেদনের শেষ তারিখ ছিল ৬ আগস্ট, তারপর বাড়িয়ে ২০ আগস্ট। যাঁরা এখনও আবেদন করেননি তাঁরা আবেদনের জন্য বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের পোর্টালের https://jibikadishari.co.in/?p=15966 লিঙ্ক বা পিএসসির https://wbpsc.gov.in/Download?param1=Cur_20200720123921_13-2020(2).pdf&param2=advertisement লিঙ্ক থেকে। তারিখ বাড়ানোর এই বিজ্ঞপ্তি দেখা যাবে পিএসসির এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=An_20200820201150_NOTICE(2).pdf&param2=advertisement

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল