রাজ্য সরকারে শ্রম দপ্তরে জেলায়-জেলায় ১৪০ ক্লার্ক

3240
0
WB Jobs, West Bengal Jobs, West Bengal Government Jobs

রাজ্য সরকারে শ্রম দপ্তরের অধীনে বিভিন্ন জেলার লেবার ওয়েলফেয়ার ফেসিলিটেশন সেন্টারের জন্য ১৪০টি ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

শূন্যপদ:

জলপাইগুড়ি ২ (জেনারেল ১, এসসি ১)

আলিপুরদুয়ার ২ (জেনারেল ১, এসটি ১)

কোচবিহার ২ (জেনারেল ১, ওবিসি এ ১)

কালিম্পঙ ৩ (জেনারেল ১, এসসি ১, ওবিসি বি ১)

দার্জিলিং ৩ (জেনারেল ১, এসসি ১, পিডব্লুডি ১)

উত্তর দিনাজপুর ৫ (জেনারেল ৩, এসসি ১, ওবিসি এ ১)

দক্ষিণ দিনাজপুর ২ (এসসি ১, ওবিসি বি ১)

মালদা ৮ (জেনারেল ৫, এসসি ১, এসটি ১, ওবিসি এ ১)

মুর্শিদাবাদ ৭ (জেনারেল ৪, এসসি ১, ওবিসি বি ১, পিডব্লুডি এসসি ১)

নদীয়া ৭ (জেনারেল ৪, এসসি ২, ওবিসি এ ১)

উত্তর ২৪ পরগনা ১০ (জেনারেল ৪, এসসি ২, এসটি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১, পিডব্লুডি ১)

দক্ষিণ ২৪ পরগনা ৬ (জেনারেল ৩, এসসি ১, এসটি ১, ওবিসি এ ১)

হাওড়া ৯ (জেনারেল ৫, এসসি ২, এসটি ১, ওবিসি এ ১,)

হুগলি ১১ (জেনারেল ৫, এসসি ২, এসটি ১, ওবিসি এ ১)

পশ্চিম বর্ধমান ১১ (জেনারেল ৭, এসসি ৩, ওবিসি এ ১)

পূর্ব বর্ধমান ৫ (জেনারেল ২, এসসি ১, এসটি ১, ওবিসি বি ১)

বাঁকুড়া ১২ (জেনারেল ৮, এসসি ২, এসটি ১, ওবিসি-এ ১)

বীরভূম ৭ (জেনারেল ২, এসসি ২, ওবিসি এ ১, ওবিসি বি ১, পিডব্লুডি ১)

পুরুলিয়া ৭ (জেনারেল ৩, এসসি ২, ওবিসি এ ১, ওবিসি বি ১ )

পশ্চিম মেদিনীপুর ৬ (জেনারেল ৪, এসসি ১, এসটি ১)

ঝাড়গ্রাম ৪ (জেনারেল ১, এসসি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)

পূর্ব মেদিনীপুর ৭ (জেনারেল ৫, এসসি ১, পিডব্লুডি-এসসি ১)

কলকাতা ৪ (জেনারেল ২, এসসি ১, ওবিসি-এ ১)

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এআইসিটিই বা স্টেট্ কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার-এ ৬ মাসের ট্রেনিং কোর্স করে থাকতে হবে। যে প্রাথী যে জেলার জন্য আবেদন করবেন, তাঁকে শেই জেলার বাসিন্দা হতে হবে। প্রাথীর এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নম্বর থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এই পদে আবেদন করার আগে এম্প্লয়ম্নেট ব্যাঙ্কে এনরোল করিয়ে নিতে হবে। প্রতি ঘন্টায় ৬০০০ কি-ডিপ্রেশন থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। পিডব্লুডি ও ওবিসি পদের জন্য সর্বোচ্চ ৪৩ বছর, এসসি/এসটি পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর। আবেদন জানানোর শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর, ২০১৯।

নিয়োগ পদ্ধতি: ১) মাধ্যমিকের প্রাপ্ত নম্বর, ২) কম্পিউটার পরীক্ষা, (৪০ নম্বর), ৩) ইন্টারভিউ (১০ নম্বর)। বাছাই প্রার্থীদের ই-মেল আইডিতে যথাসময়ে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

বেতন: এই পদের জন্য মোট বেতন ১২,০০০ টাকা প্রতি মাস এবং ৩% বার্ষিক হরে বেতনবৃদ্ধি।

আবেদন করার ও বিজ্ঞপ্তি দেখার জন্য ওয়েবসাইট:  https://wblc.gov.in/engagement_ckco

বিজ্ঞপ্তি লিঙ্ক – https://wblc.gov.in/sites/default/files/upload/examckco/ckco-notice-district-wise-vacancy.pdf

 

 

 

WB Jobs, West Bengal Jobs, West Bengal Government Jobs, WB Group C Jobs