রাজ্য স্বাস্থ্য দপ্তরে ২৫৪৫ ডাক্তার নিয়োগ

1524
0
KMC Recruitment 2023

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫৪৫ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার স্পেশ্যালিস্ট নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড৷

 

১. বিজ্ঞপ্তি নম্বর: R/GDMO/03 (1)/1/2020. জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে ১১৭৪ জন নিয়োগ করা হবে৷ মোট শূন্যপদের মধ্যে অসংরক্ষিত ২৭৫, তপশিলি জাতি ১৯৫, তপশিলি ুপজাতি ২৩৫, বিসি ক্যাটেগরি এ ১৬০, বিসি ক্যাটেগরি বি ২০৩, শারীরিক প্রতিবন্ধী ১০৬৷

বেতনক্রম: পে ব্যান্ড ফোরএ অনুযায়ী ১৫৬০০-৪২০০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

যোগ্যতা: মেডিকেল যোগ্যতা (ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের ফার্স্ট বা সেকেন্ড শিডিউল অথবা থার্ড শিডিউলের পার্ট টু)৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে মেডিকেল গ্র্যাজুয়েট প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর ও মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর৷

আবেদনের ফি: ২১০ টাকা৷ যে-কোনো ব্যাঙ্কে গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট নম্বর ০০৫১-০০-১০৪-০০২-১৬-তে আবেদনের ফি দিতে হবে৷

আবেদনেরর পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ জুন রাত ৮টা পর্যন্ত৷ https://wbhrb.in/documents/Advertisement-of-GDMO-june-2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

২. বিজ্ঞপ্তি নম্বর: R/MO (Sp.)/02 (1)/2020. মেডিকেল অফিসার (স্পেশ্যালিস্ট) পদে ১৩৭১ জন নিয়োগ করা হবে, তারমধ্যে জেনারেল মেডিসিন ১৬২, জেনারেল সার্জারি ১৬৮, গাইনো অ্যান্ড অবস্টেট্রিক্স ১২১, অ্যানাস্থেশিয়া ২২৬, অপথ্যালমোলজি ৯৩, অটোরাইনোল্যারিনজোলজি ৯২, ডারমাটোলজি ৭, প্যাথোলজি ৪৯, বায়োকেমিস্ট্রি ৬১, মাইক্রোবায়োলজি ৫, পেডিঅ্যাট্রিক মেডিসিন ১৪১, অর্থোপেডিক সার্জারি ১০৩, অনকোলজি ৭, রেডিওডায়াগনোসিস ১০২, সাইকিঅ্যাট্রি ৩, মেডিকোলিগ্যাল ৩১)৷

বেতনক্রম: পে ব্যান্ড ফোর এ অনুযায়ী ১৫৬০০-৪২০০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

যোগ্যতা: মেডিকেল যোগ্যতা (ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের ফার্স্ট বা সেকেন্ড শিডিউল অথবা থার্ড শিডিউলের পার্ট টু)৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷

আবেদনের ফি: ২১০ টাকা৷ যে-কোনো ব্যাঙ্কে গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট নম্বর ০০৫১-০০-১০৪-০০২-১৬-তে আবেদনের ফি দিতে হবে৷

আবেদনেরর পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ জুন রাত ৮টা পর্যন্ত৷ https://wbhrb.in/documents/Advt-of-Medical-Officer-Specialist–june-2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷