রাজ্য স্বাস্থ্য বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল

909
0
Folafal Final Pic

পশ্চিম বঙ্গ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের অধীনে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বিভাগে চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য যে অনলাইন রিক্রুটমেন্ট নোটিস (নং SBHI/7D-2/2015/59 Dated 29.02.2016) প্রকাশ করা হয়েছিল তা “অনিবার্য পরিস্থিতি”র কারণে বাতিল করা হল বলে আজ ১৩ অক্টোবর সংবাদপত্রে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।