রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– SHFWS/2019/190, Date : 21/006/2019.
শূন্যপদ: মেডিকেল অফিসার ৫, ফিজিওথেরাপিস্ট ৫, অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট ৫, সাইকোলজিস্ট ৫, ইন্টারভেনশনিস্ট-কাম-স্পেশ্যাল এডুকেটর ৫, সোশ্যাল ওয়ার্কার ৫, ল্যাবোরেটরি টেকনিশিয়ান ৫, ডেন্টাল টেকনিশিয়ান ৫।
শিক্ষাগত যোগ্যতা—
মেডিকেল অফিসার: ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া থেকে বিডিএস, ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল থেকে ভ্যালিড রেজিস্ট্রেশান লাগবে। সরকারি বা প্রাইভেট হাসপাতালে ২ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।
ফিজিওথেরাপিস্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি নিয়ে স্নাতক ডিগ্রি।
অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট: আরসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অডিওলজি ও স্পিচ নিয়ে স্নাতক ডিগ্রি।
সাইকোলজিস্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি নিয়ে স্নাতক ডিগ্রি। পেডিয়াট্রিক অ্যাসেসমেন্টে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
ইন্টারভেনশনিস্ট-কাম-স্পেশ্যাল এডুকেটর: স্পেশ্যাল এডুকেশন বা আর্লি ইন্টারভেনশ নিয়ে ডিগ্রি বা ডিপ্লোমা। অন্তত ১ বছরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
সোশ্যাল ওয়ার্কার: সোশিওলজি বা সোশ্যাল ওয়ার্ক-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
ল্যাবরেটরি টেকনিশিয়ান: উচ্চ্যমাধ্যমিক উত্তীর্ণ। এছাড়া ল্যাবরেটরি টেকনিক্স-এ স্বীকৃত ডিপ্লোমা বা রাজ্য সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা। এছাড়া সরকারি বা প্রাইভেট বা পিপিপি ল্যাবরেটরিতে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
ডেন্টাল টেকনিশিয়ান: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা এবং অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী প্রতি পদের জন্য বয়সের উর্দ্ধসীমা ৪০ বছর।
বেতনক্রম—
মেডিকেল অফিসার – ৩৫,০০০
ফিজিওথেরাপিস্ট – ২৫,০০০
অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট – ২৫,০০০
সাইকোলজিস্ট – ২০,০০০
ইন্টারভেনশনিস্ট-কাম-স্পেশ্যাল এডুকেটর – ১৫,০০০
সোশ্যাল ওয়ার্কার – ১৫,০০০
ল্যাবরেটরি টেকনিশিয়ান – ১৭,২২০
ডেন্টাল টেকনিশিয়ান – ১৫,০০০
আবেদন— আগামী ৩০ জুন তারিখের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার পর অনলাইনে বা অফলাইনে ইউনাইটেড ব্যাংকের চালানের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ৩ জুলাই, ২০১৯ আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ। আবেদন ফি জমা দেওয়া সম্পূর্ণ হলে আবেদন পত্র চূড়ান্ত সাবমিশন মারতে হবে। সেই ফাইনাল সাবমিশন মারার শেষ তারিখ ৫ জুলাই।
আবেদন ফি— ১০০ টাকা শুধুমাত্র অসংরক্ষতি প্রার্থীদের জন্য।
এই নিয়োগ বিজ্ঞপ্তির সরাসরি লিঙ্ক: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/1901.pdf
আবেদন করার ও বিজ্ঞাপনের লিঙ্ক— www.wbhealth.gov.in
WB Health Jobs, WB Health Recruitment,