রাজ্য স্বাস্থ্য বিভাগে লাইব্রেরিয়ান ২০

1208
0
Murshidabad District Library Recruitment

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  বিজ্ঞপ্তি নম্বর– R/Lib- 20/72(1)/2019

শূন্যপদ- ২০টি (অসংরক্ষিত ৯, এসসি ৫, এসটি ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ২, পিএইচ ১)

যোগ্যতা- ১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  যে-কোনো শাখায় স্নাতক ডিগ্রি, সঙ্গে লাইব্রেরি সায়েন্স নিয়ে ডিপ্লোমা অথবা, ২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  যে-কোনো শাখায় স্নাতক, সঙ্গে লাইব্রেরি সায়েন্স নিয়ে ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা- ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৩৯-এর মধ্যে।

বেতনক্রম- স্নাতকদের জন্য ৭১০০-৩৭৬০০ টাকা, পে ব্যান্ড ৮৩৭০ ও গ্রেড পে ৩৯০০ টাকা। স্নাতকোত্তর প্রার্থীদের জন্য পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭১০০-৩৭৬০০ টাকা, পে ব্যান্ড ৮৬৫০ + গ্রেড পে ৪১০০ টাকা।

আবেদন- অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২১ সেপ্টেম্বর, তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ হবে।

আবেদন ফি- আবেদন ফি ১৬০ টাকা।  অনলাইনে আবেদন ফি জমা করতে হবে। এসসি / এসটি ও পিএইচ প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

পরীক্ষা ও নম্বর বিভাজন-

মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে- সর্বোচ্চ ১০ নম্বর

উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে- সর্বোচ্চ ১০ নম্বর

স্নাতক প্রাপ্ত নম্বরের জন্য- সর্বোচ্চ ১০ নম্বর

লাইব্রেরি সায়েন্স নিয়ে স্নাতক- ৩০ নম্বর

লাইব্রেরি স্যান্স নিয়ে স্নাতকোত্তরের জন্য- ১০ নম্বর

কাজের অভিজ্ঞতার জন্য- ১৫ নম্বর

শেষে ইন্টারভিউ নেওয়া হবে ১৫ নম্বরের।

আবেদনের জন্য ওয়েবসাইট-  https://wbhrb.co.in/reg-form/T0RBek9RPT0=

বিস্তারিত বিজ্ঞপ্তি লিঙ্ক- https://wbhrb.co.in/post-details/T0RBek9RPT0=

Govt Jobs in West Bengal, West Bengal Health Recruitment Board, Librarian recruitment