রাজ্য স্বাস্থ্য বিভাগে স্টাফ নার্স নিয়োগের ইন্টারভিউ তারিখে বদল

836
0

রাজ্য স্বাস্থ্য নিয়োগ পর্ষদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড-টু নিয়োগের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তারমধ্যে কোভিড জনিত লকডাউন ঘোষিত হওয়ায় ইন্টারভিউয়ের কিছু তারিখ পরিবর্তিত হয়েছে। সেইমতো ২৩ জুলাইয়ের বদলে ২৫ আগস্ট, ২৯ জুলাইয়ের বদলে ২৬ আগস্ট, ৫ আগস্টের বদলে ২৭ আগস্ট, ১৭ আগস্টের বদলে ২৮ আগস্ট এবং ২৪ আগস্টের বদলে ১ সেপ্টেম্বর ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের স্থান ও সময় কললেটারে যেমন বলা আছে তেমনই থাকবে। এসএমএস পাঠানো হয়েছে/হবে। এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://wbhrb.in/interview-reschedule.html

 

লাইভ টিভি দেখুন :    https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল