রামকৃষ্ণ সারদা মিশনে নার্সিং কোর্স

3629
0

রামকৃষ্ণ সারদা মিশন মাতৃ ভবনে নার্সিং ট্রেনিং কোর্সের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। তিন বছরের ২০১৯-২০২২ শিক্ষাবর্ষের জন্য জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ৪৫% নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান শাখার ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শারীরিকভাবে সুস্থ হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ১৭ থেকে ২৭।

আবেদন: ১০টা  থেকে বিকেল ৪ টের মধ্যে সরাসরি মিশন থেকে আবেদন পত্রের ফর্ম সংগ্রহ করে নেওয়া যাবে। ফর্ম দেওয়া হবে আগামী ২৯ জুন পর্যন্ত। আবেদন ফর্মের মূল্য ৪০০ টাকা।  ফর্ম নেওয়ার সময় উচ্চমাধ্যমিকের শংসাপত্র দেখাতে হবে।

যোগাযোগ: Ramkrishna Sarada Mission Matri Bhavan, School of Nursing, 29 Sree Mohan Lane, Kolkata- 700026 (Behind Tollygunje Police Station), Contact No: 033-2464-4189

 

 

Nursing Course, GNM Course