Site icon জীবিকা দিশারী

রামন ম্যাগসেসে পুরস্কার দুই ভারতীয়ের


ভরত ভাতওয়ানি এবং সোনম ওয়াংচুক সহ আরও ছজন ২০১৮ সালের রামন ম্যাগসেসে পুরস্কার পেলেন। এঁদের মধ্যে উক্ত দুজন ভারতের। বাকি চারজন হলেন ইয়োক চ্যাং (কম্বোডিয়া), মারিয়া ডে লোরডস মার্টিন ক্রুজ (ইস্ট তিমোর), হাওয়ার্ড ডি (ফিলিপিন্স) এবং হোয়াং ইয়ান (ভিয়েতনাম)। আর্থিক ও সম্মানের দিক থেকে এই পুরস্কার এশিয়ার সর্বোচ্চ সম্মান। আগামী আগস্ট মাসে ফিলিপিন্সে এই পুরস্কার ও সম্মানমূল্য তুলে দেওয়া হবে প্রাপকদের হাতে। ভরত ভাতওয়ানি একজন মনোচিকিৎসক। যিনি মুম্বইয়ের রাস্তায় বসবাসরত মানসিক অসুস্থ রোগীদের জন্য কাজ করে চলেছেন একাত্ম ও নিরলস ভাবে। মুম্বইয়ের পথেঘাটে অসহায় ফুটপাতবাসীদের মানসিক অসুস্থতায় সেবার মনোভাব নিয়ে চিকিৎসা করে চলেছেন এই ভরত ভাতওয়ানি। তাঁর এই মানব পরিষেবাকে স্বীকৃতি ও সম্মান জানাতেই কর্তৃপক্ষ বেছে নিয়েছেন এই ভারতীয়কে। ভরত ভাতওয়ানির মতোই আরেক ভারতীয় সোনম ওয়াংচুক এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। ওয়াংচুক তাঁর অবদান রেখেছেন লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী কোচ সম্প্রদায়ের দুঃস্থ শিশুদের শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তুলে ধরে লাদাখি ছাত্রছাত্রীদের শিক্ষায় উন্নত করে তুলতে। সকল বাধা অতিক্রম করে তাদের শিক্ষায় উন্নত করে আত্মনির্ভরতার পথ দেখিয়ে চলেছেন তিনি। জনপ্রিয় হিন্দি ছবি থ্রি ইডিয়ট ছবির ফুনসুখ ওয়াংচুক চরিত্রটি তাঁর কথা মনে করায়।

Exit mobile version