রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ১১৬৩ স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগের মেইন পরীক্ষার কল লেটার

627
0
IBPS Recruitment 2023

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ১১৬৩ স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগের জন্য আইবিপিএসের ২০১৯-এর বিজ্ঞপ্তি নং CRP SPL- IX অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি যে মূল পর্বের অনলাইন পরীক্ষা হবে তার কল লেটার ডাউনলোড শুরু হয়েছে ১৪ জানুয়ারি থেকে, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। নিচের লিঙ্কে নিজের রেজিস্ট্রেশন নম্বর/ রোল নম্বর, পাসওয়ার্ড/ জন্মতারিখ দিয়ে ও সেসবের নিচে দেওয়া সিকিউরিটি কোড টুকে দিয়ে সাবমিট করে ডাউনলোড করা যাবে। এই লিঙ্কে: https://ibpsonline.ibps.in/crpspl9nov19/clomea_jan20/login.php?appid=125f6fef65a8d02f1c0da602d29617ed