রিজার্ভ ব্যাঙ্কে ৩৯ কনসালট্যান্ট, স্পেশ্যালিস্ট

864
0
Current Affairs 1st March

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৩৯ জন কনসালট্যান্টস/ স্পেশ্যালিস্ট/ অ্যানালিস্ট নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 3A/2019-20. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

বয়সসীমা: কনসালট্যান্ট অ্যাপ্লায়েডম্যাথমেটিক্স, কনসালট্যান্ট অ্যাপ্লায়েড ইকোনোমেট্রিক্স, ইকোনমিস্ট মাইক্রোইকোনমিক মডেলিং, ডেটা অ্যানালিস্ট, রিস্ক অ্যানালিস্ট, আইএস অডিটর, স্পেশ্যালিস্ট ইন ফরেনসিক অডিট ও অ্যাকাউন্টস স্পেশ্যালিস্ট পদের ক্ষেত্রে ১ মার্চ ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে৷

বাকি পদ গুলির ক্ষেত্রে ১ মার্চ ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে৷ সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি: ৬০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ১০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত৷ যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে৷