রিজার্ভ ব্যাঙ্কে ৯২৬ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন ২৪ জানুয়ারি পর্যন্ত

643
0
Current Affairs 1st March

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৯২৬ জন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনের সময়সীমা ১৬ জানুয়ারির বদলে ২৪ জানুয়ারি করা হয়েছে। একটি সংশোধনী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের শেষ তারিখ আগামী ২৪ জানুয়ারি, শারীরিক প্রতিবন্ধী সংক্রান্ত কিছু সংশোধনও আছে। সংশোধনীর লিঙ্ক:

https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3819

গত ২৪ ডিসেম্বর আমাদের পোর্টালে ওই চাকরি সংক্রান্ত বিস্তারিত খবর প্রকাশিত হয়েছিল, যাঁরা এখনও আবেদন করেননি, দেখে নিতে পারেন (https://jibikadishari.co.in/?p=14040)।