রেলের অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ফ্রি রেল পাস

840
0
Railway Apprentice 2024

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির বিজ্ঞপ্তি নং ০১/২০১৮ অনুযায়ী পরীক্ষা দিয়ে অ্যাপ্টিটিউড টেস্টের জন্য নির্বাচিত হয়েছেন তাঁদের জন্য ট্রেনের ফ্রি ট্র্যাভেল পাস ও ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্ক ওয়েবসাইটে দেওয়া হবে আজ ৯ এপ্রিল সন্ধে ৬টা থেকে ১৬ এপ্রিল রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। লিঙ্ক পাবেন এই ওয়েবপেজ থেকে: http://www.examprog.com/rail/rrb/index.php

৮ এপ্রিল আপলোড করা এই বিজ্ঞপ্তি দেখা যাবে ওপরের ওয়েবপেজ থেকে বা সরাসরি এই লিঙ্কে: http://rrbalp.digialm.com/EForms/configuredHtml/1907/57281/login.html