রেলের অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিশিয়ান পদের পরীক্ষার্থী? কোনো প্রশ্ন থাকলে উত্তর দিচ্ছে রেল

1035
0
RRB Technician Recruitment 2024

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান নিয়োগের (বিজ্ঞপ্তি নং সিইএন-০১/২০১৮) প্রথম পর্যায়ের পরীক্ষা যাঁরা দিয়েছেন তাঁদের আবেদনপত্রে উল্লেখ করা/উল্লেখ না করা কোনো অপশন চূড়ান্তভাবে নির্ধারণ বা বদল করার সুযোগ দেওয়া হচ্ছে আরআরবিগুলির একটি নতুন লিঙ্কে। কী-কী সুযোগ কীভাবে পাবেন সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে উত্তর জানতে পারেন এই লিঙ্কে (হেলপ ডেস্ক/কন্ট্যাক্ট আস)। এরকম কোনো প্রশ্ন (ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েরিজ) থাকলে তার উত্তর এখানে পেতে পারেন। যেমন, একসঙ্গে একাধিক আরআরবি নির্বাচন করা যাবে কিনা, প্রথম পর্যায়ের পরীক্ষা না দিয়ে থাকলে এইসব অপশন বদলের সুযোগ নেওয়া যাবে কিনা, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যাদি আগে আবেদনপত্রে জানিয়ে না থাকলে এখন জানানো যাবে কিনা ইত্যাদি ১৬টি বিষয়ে এবং অন্য কোনো (“আদার”) বিষয়ে কোনো প্রশ্ন থাকলে। এই লিঙ্কে: http://www.recruit-app.com/rrb_helpdesk/contact_uat.php

প্রসঙ্গত, প্রার্থীরা তাঁদের আবেদনে যে আরআরবি নির্বাচন করেছেন বা রেল/ডিভিশন/ইউনিট/পদ/এগজ্যাম ট্রেড/ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ইত্যাদি উল্লেখ করেছেন তা চূড়ান্তভাবে নির্ধারণের বা বদলের সুযোগ কীভাবে পাবেন তা আমরা ২২ সেপ্টেম্বর জানিয়েছি আমাদের পোর্টালের https://jibikadishari.co.in/?p=7888 লিঙ্কে।