রেলের অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিশিয়ান মেধাতালিকা বাতিল, অ্যাপ্টিটিউড টেস্টও স্থগিত

822
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রেলের বিজ্ঞপ্তি নং ০১/২০১৮ (অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিশিয়ান) অনুযায়ী ২য় পর্যায়ের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার ফল রিক্রুটমেন্ট বোর্ডগুলির ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে গত ৫ এপ্রিল। প্রশ্নপত্র সহ আন্সার-কি ও প্রার্থীদের উত্তরও দেখার সুযোগ দেওয়া হয়েছে। কিছু পরীক্ষার্থী আন্সার-কিতে কিছু ভুল নির্দেশ করেছেন এবং কর্তৃপক্ষ তা পর্যালোচনা করে কিছু ভুল দেখতে পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ঠিক করেছেন, সমস্ত  আন্সার-কি আবার পর্যালোচনা করা হবে এবং যথাযথ আন্সার-কি নির্ধারণ করে সেইমতো মিলিয়ে মেধাতালিকা নতুন করে তৈরি করা হবে। তাই আগামী ১৬ এপ্রিল যে অ্যাপ্টিটিউড টেস্ট হবার কথা ছিল তা বাতিল করা হয়েছে, এবং নতুন মেধাতালিকা প্রকাশ করার পর সেইমতো সফল প্রার্থীদের অ্যাপ্টিটিউড টেস্টের তারিখও পরে যথাসময়ে জানানো হবে। আরআরবিগুলির ১১ এপ্রিলের এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে:

http://www.examprog.com/rail/rrb/file/11.04.2019%20Notice%20on%202nd%20stage%20result%20and%20postponement%20of%20Aptitude%20Test.pdf