রেলের অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিঃ পরীক্ষায় ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যায়ের পর বাতিল প্রার্থীদের তালিকা

855
0
exam syllabus

রেলের বিজ্ঞপ্তি নং CEN-01/2018 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/টেকনিশিয়ান নিয়োগের আবেদনকারীদের মধ্যে যাঁদের প্রার্থিপদ ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যায়ের পর শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে বাতিল করা হল তাঁদের তালিকা প্রকাশিত হয়েছে, জানানো হয়েছে বাতিল করার কারণও। এই পদের জন্য কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল গত ১৬ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। কলকাতা বোর্ডের তালিকা সহ এই ঘোষণাটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20CEN-01-2018%20rejection%20dv%20conducted%2016-7-19%20to%2024-9-19-converted.pdf