রেলের অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিশিয়ান নিয়োগের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত

963
0
railway recruitment sports quota

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/টেকনিশিয়ান নিয়োগের (বিজ্ঞপ্তি নং CEN 01/2018) জন্য কম্পিউটার ভিত্তিক দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২১-২৩ জানুয়ারি। এই পরীক্ষায় বসার জন্য প্রথম পর্যায়ের পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে গত ২০ ডিসেম্বর। কার কবে কোন শহরে পরীক্ষা হবে তা জানা যাবে আজ ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে। তপশিলি প্রার্থীরা ট্রাভেল পাস ডাউনলোডও করতে পারবেন তখন থেকে।

ই-কললেটার ডাউনলোড করা যাবে যাঁর যেদিন পরীক্ষা পড়বে তার ৪ দিন আগে থেকে। পরীক্ষার দিনক্ষণ জানা যাবে পরীক্ষাকেন্দ্র ও তারিখ বিষয়ক জ্ঞাপনীতে।

এই পরীক্ষার সম্বন্ধে ব্যবহারিক প্রস্তুতির জন্য মকটেস্টের আয়োজন করা হবে, তার লিঙ্ক পাবেন ১২ জানুয়ারি থেকে।

এইসব বিষয়ে জানানো হয়েছে আরআরবিগুলির ৮ জানুয়ারির একটি বিজ্ঞপ্তিতে, এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Important%20dates.pdf