রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান শূন্যপদ বেড়ে ৬০ হাজার

1205
1

এক ধাক্কায় অনেকটা বাড়ানো হল রেলের অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট ও টেকনিশিয়ান পদের শূন্যপদের সংখ্যা। রেলের অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট ও টেকনিশিয়ান বিজ্ঞপ্তি নম্বর CEN-01/2018 অনুযায়ী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আগে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২৬,৫০২।

বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়ে রেল থেকে জানানো হয়েছে, এই শূন্যপদের সংখ্যা বেড়ে হচ্ছে প্রায়৬০,০০০। আগেই জানানো হয়েছে, প্রায় ৪৭ লক্ষ প্রার্থী এই পদের জন্য আবেদন করেছেন। আগামী ৯ আগস্ট এই পদের প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে।

নতুন শূন্যপদের ভিত্তিতে কোথায়, কোন পদে কত শূন্যপদ বেড়েছে সেই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য যথাসময়ে রেলের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।

রেলের বর্ধিত শূন্যপদ দেখে নেওয়ার ওয়েবসাইটে: http://www.rrbkolkata.gov.in/