রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান নিয়োগের ১ম পর্যায়ের পরীক্ষার ফল, ২য় পর্যায়ের তারিখ

860
0
nfr railway apprentice 2022

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান নিয়োগের প্রথম প্রর্যায়ের যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা গত ৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হয়েছিল, তার ফল বেরিয়েছে। বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্ক, প্রার্থীর পরীক্ষায় পাওয়া নম্বর, মাস্টার কোয়েশ্চেন পেপার ও সঠিক উত্তরও দেওয়া হয়েছে। কলকাতা আরআরবির ফল দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/RRB_KOLKATA_result.pdf

সফল প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার সিলেবাস ও সম্ভাব্য তারিখও জানানো হয়েছে, সে খবর আমরা আগেই জানিয়েছি ৩০ অক্টোবরের প্রকাশিত আরআরবিগুলির বিজ্ঞপ্তির ভিত্তিতে (https://jibikadishari.co.in/?p=8381), যদিও ২ নভেম্বর আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর। এই সব বিঞ্জপ্তিই দেখা যাবে আরআরবির এই ওয়েব পেজে: http://www.examprog.com/rail/rrb/index.php

দ্বিতীয় পর্যায়ের জন্য নির্বাচিত প্রারথীদের এসএমএস/ইমেল করে, ওয়েবসাইটেও পরীক্ষাকেন্দ্র ইত্যাদি জানা নো হবে পরীক্ষার দিন-দশেক দিন আগে। ই-কল লেটার ডাউনলোড করা যাবে পরীক্ষার ৪ দিন আগে।