রেলের অ্যাসি: লোকো পাইলট, টেকনিশিয়ান নিয়ে ঘোষণা

1296
0

রেলের অ্যাসিট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের (CEN 01/2018) কম্পিউটার বেসড সিস্টেম পরীক্ষার স্থান, তারিখ দেখে নেওয়ার ও পরীক্ষার মহড়ায় হাত পাকানোর জন্য লিঙ্ক আপলোড করে দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইটে।

রেলের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা নিজের ইউজার আইডি, ডেট অব বার্থ দিয়ে ঢুকে কোথায় সিট্ পড়েছে, কোন তারিখ আপনার পরীক্ষা নেওয়া হবে সেটা দেখে নিতে পারবেন। এসসি / এসটি প্রার্থীরা ট্র্যাভেল পাস নামাতে পারবেন।

এছাড়াও কম্পিউটার টেস্ট-এর নম্বর বিভাজন কীরকম হবে তারও একটি তালিকা দিয়ে দেওয়া হয়েছে। মোট ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে অঙ্ক ২০ নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ২৫ নম্বর, জেনারেল সায়েন্স ২০, জেনারেল অ্যাওয়্যারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স ১০ নম্বরের থাকবে। ১ ঘন্টা পরীক্ষা নেওয়া হবে।

কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থীদের ক্ষেত্রে নম্বরবিভাজন সংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিঙ্কে:

http://www.rrbkolkata.gov.in/download/Notice%20on%20Section%20wise%20marks%20V%204.0.pdf

পরীক্ষার স্থান-তারিখ-সময় দেখার লিঙ্ক: https://dc4-g22.digialm.com/EForms/configuredHtml/1907/57281/login.html

এছাড়া এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে অভ্যস্ত হবার জন্য মকটেস্টের ব্যবস্থা করা হয়েছে, এই লিঙ্কে: https://dc4-g22.digialm.com//OnlineAssessment/index.html?1907@@M2